• জানুয়ারি ২৬, ২০২৬
  • মৌলভীবাজার
  • 2
টানা ৩ দিন ধরে ‘দেশের সর্বনিম্ন তাপমাত্রা’শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ওপর দিয়ে বইছে শীতের আমেজ। এর ফলে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা বাড়লেও বিকেল থেকে আবার ঠান্ডা জেঁকে বসে।

সোমবার (২৬ জানুয়ারি) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, যা এদিন দেশের সর্বনিম্ন।

এদিকে টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে শ্রীমঙ্গলে।

শ্রীমঙ্গল শহর ও শহরতলীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্য তার উজ্জ্বলতা বাড়ায়। দুপুর পর্যন্ত সূর্যের উত্তাপ বৃদ্ধির এই প্রাকৃতিক আয়োজনের ফলে শীত অনেকটাই কমে আসে। তবে বিকেল আসার সঙ্গে সঙ্গে আবার ঠান্ডা বাড়তে থাকে।

সন্ধ্যা ও রাতে সেই ঠান্ডা তীব্রতা ছড়ায়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার স্থান শ্রীমঙ্গল। আজ সোমবার (২৬ জানুয়ারি) এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার (২৫ জানুয়ারি) ছিল ১০ দশমিক শূন্য ডিগ্রি এবং শনিবার (২৪ জানুয়ারি) ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, আমাদের নিয়ম অনুযায়ী সকাল ৬টা ও সকাল ৯টায় তাপমাত্রার তথ্য সংগ্রহ করা হয়। সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ছিল ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানায়, সোমবার সিলেট শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস নিয়ে শ্রীমঙ্গলের পর দ্বিতীয় স্থানে রয়েছে তেঁতুলিয়া এবং ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রংপুরের রাজারহাট।