• জানুয়ারি ২৬, ২০২৬
  • শীর্ষ খবর
  • 1
সিলেটে গুলিবিদ্ধ সেই যুবকের মৃত্যু

নিউজ ডেস্কঃ সিলেটের জৈন্তাপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ যুবক মো. আতিক আহমেদ (২০) মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আতিক আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। একই সঙ্গে ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা একটি নির্ভরযোগ্য সূত্রও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

নিহত আতিক আহমেদ জৈন্তাপুর উপজেলার গৌরিশঙ্কর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত নূর নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টার মধ্যে জৈন্তাপুর থানাধীন গৌরীশংকর টিপরাখোলা এলাকায় টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে এক বিজিবি সদস্য মাথায় গুরুতর আঘাত পান। ওই সময় গুলিবিদ্ধ হন আতিক আহমেদ। গুলিবিদ্ধ আতিক আহমেদকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, ‘আতিক আহমেদের মৃত্যুর খবর তারা শুনেছেন। তবে এ সংক্রান্ত আনুষ্ঠানিক কাগজপত্র তখনো তাদের হাতে পৌঁছায়নি।’

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘আতিক আহমেদের মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

’উল্লেখ্য, ২২ জানুয়ারি রাতে টিপরাখোলা এলাকায় টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় চোরাকারবারিদের সংঘর্ষ হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এক বিজিবি সদস্য মাথায় গুরুতর আঘাত পান। এসময় আতিক আহমেদ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবি সদস্যসহ আরও তিনজন আহত হন।