- মে ১৪, ২০২০
- শীর্ষ খবর
- 539
নিউজ ডেস্কঃ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে নতুন করে আরও দুজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৬ জন রোগী হাসপাতালে থেকে সুস্থ হলেন।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ২টার দিকে হাসপাতাল থেকে তাদের সুস্থতার ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার আরও দুজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ৩৫ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৫ জন করোনা আক্রান্ত ও ২০ জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এর আগে ৬ মে বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে সিলেটে প্রথম দফায় পাঁচজন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ৯ মে শনিবার আরও চারজন কোভিড-১৯ জয় করা রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সোমবার (১১ মে) দুপুরে আরও তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ১৩ মে বুধবার আরও দুজন করোনা রোগী সুস্থ হলে তারা ছাড়পত্র পান।