• সেপ্টেম্বর ৬, ২০২২
  • শীর্ষ খবর
  • 197
জাফলংয়ে বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বন বিভাগ এলাকায় টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন’র নেতৃত্বে জাফলং গ্রীণপার্ক সংলগ্ন সোনাটিলা নামক এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে বন বিভাগের ভূমি দখল করে গড়ে তোলা ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৫ একর ভূমি দখল মুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন ও গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবীরসহ পুলিশ ও বন বিভাগের সদস্যরা।

অভিযান শেষে সিলেট জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, টাস্কফোর্সের অভিযানে সোনাটিলা এলাকার বন বিভাগের জায়গা থেকে অবৈধ দোকানপাট ও বসতঘরসহ ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে বন ও পরিবেশ বিনষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে।