• সেপ্টেম্বর ২১, ২০২২
  • শীর্ষ খবর
  • 240
খন্দকার মুক্তাদির করোনা আক্রান্ত

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাদির নিজেই।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তিনি বলেন- ‘আমি কোভিড পজিটিভ। গত কয়েকদিন যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে সতর্ক থাকবেন। সবার কাছে দোয়ার অনুরোধ রইল। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’

এর আগে গত বছরের মার্চ মাসে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। ২২ মার্চ খন্দকার মুক্তাদিরের চাচাতো ভাই মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছিলেন। এরপর ১৫ জানুয়ারি আরেক দফায় করোনা আক্রান্ত হন তিনি।