• মে ১৬, ২০২০
  • শিক্ষাঙ্গন
  • 808
গোলাপগঞ্জে আরও ১৪ জন করোনা সনাক্ত, লকডাউন ঘোষণা

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলায় আজ একদিনেই নতুন করে আরও ১৪জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। করোনার বিস্তার রোধে উপজেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে।

সংক্রমণ প্রতিরোধে রোববার ১৭ মে থেকে গোলাপগঞ্জ পৌর এলাকার নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বাকি সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে পৌর পরিষদের জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বিষয়টি নিশ্চিত করেন বলেন, শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান, ওষুধের দোকান ব্যতিত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ও যাত্রী পরিবহন বন্ধ থাকিবে। পৌর এলাকায় যাতে আর করোনা ভাইরাসের সংক্রমণ না হয় এজন্য জনগণের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলায় নতুন করে ১৪ জন করোনা রোগী শনাক্ত হলে এর ১৩ জনই পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের। এর আগেও এই টিকরবাড়ি গ্রামে একজন বৃদ্ধের করোনা সনাক্ত হয়। তার সংস্পর্শে এসে এই ১৩জনেরও করোনা পজেটিভ আসে।