- নভেম্বর ২, ২০২২
- শীর্ষ খবর
- 228
নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
বুধবার (২ নভেম্বর) নির্বাচনে এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযাযী নৌকা প্রতিকের প্রার্থী শামীম আহমদ ভিপি বিজয়ী হয়েছেন।
তারা জানান, শামীম আহমদ ভিপি নৌকা প্রতীকে ২৮ হাজারের কিছু বেশী ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (বহিস্কৃত) মো. কামরুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজারের বিছু বেশী ভোট।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নৌকা প্রতিকের প্রার্থী শামীম আহমদ ভিপি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় পনেরো হাজার বেশি ভোটে এগিয়ে আছেন।
এর আগে আজ বুধবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল ৯টায় সাদিপুর ইউনিয়নের শরৎসুন্দরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শামীম আহমদ ভিপি।
এসময় তিনি বলেছিলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীর মধ্যে দু’জন দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে লড়েন। তারা হচ্ছেন আওয়ামী লীগের একক প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমদ ভিপি (নৌকা প্রতীক) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. ছইদুর রহমান চৌধুরী (দেয়াল ঘড়ি)।
এছাড়াও স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (বহিস্কৃত) মো. কামরুল ইসলাম (ঘোড়া প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন।