• নভেম্বর ১২, ২০২২
  • শিক্ষাঙ্গন
  • 319
পাঁচ মাসের শিশুকে বাঁচাতে শাবিতে পিঠা উৎসব

শাবি প্রতিনিধিঃ পাঁচ মাস বয়সী শিশু তানভীরকে বাঁচাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। এই আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বন্ধু-বান্ধবদের নিয়ে উপভোগ করছেন এই আয়োজন। কেউ পিঠা বানাচ্ছেন আবার কেউ বিক্রি করছেন। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে ক্যাম্পাসে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ধীমান দাস দিব্য বলেন, শিশু তানভীরের জন্মগতভাবে পায়ুপথ না থাকায় দু’বার সার্জারি করা হয়েছে। এরপরও সুস্থতা লাভ করেনি শিশুটি। এজন্য তার তৃতীয়বার সার্জারি প্রয়োজন। তাই চিকিৎসায় সহায়তা করতে স্বপ্নোত্থান পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। এর লভ্যাংশ দিয়ে তানভীরের চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

তিনি আরো বলেন, আমরা শুরু থেকেই কাজ করছি বাচ্চাদের জন্য। এরই ধারাবাহিকতায় এবার আয়োজন করেছি এ পিঠা উৎসব। শিক্ষার্থীদের ভালো সাড়া পাচ্ছি এ উৎসবে।