• নভেম্বর ১৮, ২০২২
  • বিনোদন
  • 817
ঢাকায় এলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্কঃ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডের তুমুল জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি ঢাকায় এসেছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে ঢাকায় পদার্পণ করেছেন নোরা।

নোরা ফাতেহির এ সফরে তিনি উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

নোরা ফাতেহি বিমানবন্দর থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে যান। সেখানে বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দেবেন। রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। এরই মধ্যে নোরা ফাতেহির পারফরমেন্সের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সহস্রাধিক ভক্তের সামনে তিনি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করবেন। নৃত্যের তালে তালে বিনোদনপিয়াসীদের মাতিয়ে তুলবেন নোরা।

সব আনুষ্ঠানিকতা শেষে নোরা ফাতেহি আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ত্যাগ করবেন।