- ডিসেম্বর ৮, ২০২২
- আন্তর্জাতিক
- 389
নিউজ ডেস্কঃ শান্তিপূর্ণ সভা-সমাবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল (বুধবার) ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন। আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
রাষ্ট্রদূতের বিবৃতিতে আরও বলা হয়, ‘সহিংসতার এই খবরগুলোর সুষ্ঠু তদন্ত করা এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।’
যুক্তরাষ্ট্র দূতাবাস এর আগে বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বিবৃতি প্রকাশ করে।
ওই বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা তার আগেই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এই উপলক্ষে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি বা তীব্রতার সঙ্গে অনুষ্ঠিত হতে পারে।
‘বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। এ অবস্থায় আমেরিকান নাগরিকদের সতর্ক থাকা উচিত। তাদের মনে রাখা দরকার যে শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে। এ জন্য আপনাদের (আমেরিকান নাগরিক) বিক্ষোভ এড়াতে হবে এবং বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে।’
পরিস্থিতির আপডেটের জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করার পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখারও পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।