• ডিসেম্বর ১৫, ২০২২
  • লিড নিউস
  • 461
বর্ডার হাট দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে: প্রণয় ভার্মা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভারত-বাংলাদেশের মধ্যে বর্ডার হাট চালু হওয়ার মাধ‌্যমে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি রিংগো বর্ডার হাট পরিদর্শন করেন তিনি।

ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের (ভারতের) যে বন্ধুত্ব রয়েছে, বর্ডার হাটগুলোর মাধ্যমে তা আরও সুদৃঢ় হবে এবং বাড়বে। এই হাটগুলো দুই দেশের অর্থনীতিতে সহায়ক ভুমিকা পালন করবে। এর পাশাপাশি হাটগুলোর কারণে দুই দেশের সীমান্তবর্তী মানুষের কর্মসংস্থানও বাড়বে।

এ সময় তিনি বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে সেখানে আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পুলিশ সুপার মো. এহসান শাহ প্রমুখ।