• ডিসেম্বর ১৮, ২০২২
  • খেলাধুলা
  • 278
ফ্রান্স শিবির ঘিরে রহস্যময় অসুখ

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপ ফাইনালের কয়েক ঘণ্টা বাকি থাকলেও দুশ্চিন্তা ছেড়ে যাচ্ছে না ফ্রান্স দলের হেড কোচ দিদিয়ের দেশমকে। ফাইনালের আগে একে একে অসুস্থ হয়ে পড়েছেন ফরাসি দলের বেশ কয়েকজন খেলোয়াড়।

মরক্কোর বিপক্ষে সেমিফাইনালের আগে অসুস্থ হয়ে পড়েন মিডফিল্ডার আদ্রিয় রাবিও ও ডিফেন্ডার দায়োত উপামেকানো। তারা শুক্রবার অনুশীলনে ফিরলেও, নতুন করে অসুস্থ হয়েছেন ডিফেন্ডার রাফায়েল ভারান, ইব্রাহিম কোনাতে ও উইঙ্গার কিংসলে কোমান।

ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, একধরনের ভাইরাসের আক্রমণে ভুগছে পুরো দল। এ কারণে খেলোয়াড়দের ঠান্ডার উপসর্গ ও কাশি দেখা যাচ্ছে। সংবাদমাধ্যমটির ধারণা রোগটি ক্যামেল ফ্লু বা কোভিড হতে পারে।

তারা এ-ও জানিয়েছে যে খেলোয়াড়দের পাশাপাশি ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বকাপ কাভার করতে যাওয়া ফরাসি সাংবাদিকরাও।

ফরাসি ক্যাম্প অবশ্য এই অসুস্থতায় খুব একটা উদ্বিগ্ন নয়। দেশম নিজেই জানিয়েছেন তার দল বিশ্বকাপ ফাইনাল নিয়ে পুরো প্রস্তুত।

ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান সাংবাদিকদের জানিয়েছেন খেলোয়াড়দের পরিস্থিতিতে চিন্তিত নয় দল।

তিনি বলেন, ‘আমরা ভাইরাস নিয়ে ভীত নয়। দায়োত ও আদ্রিয়র পেটে ব্যথা আছে। আমি তাদের আদা ও মধু দিয়ে চা বানিয়ে খাইয়েছি। এখন ওরা ভালো আছে। আশা করি ফাইনালের জন্য সবাই প্রস্তুত থাকবে।’