• জানুয়ারি ২৮, ২০২৩
  • লিড নিউস
  • 193
২৮ ফেব্রুয়ারির মধ্য হাওরের সকল বাঁধের কাজ শেষ করার নির্দেশ

নিউজ ডেস্ক: পাউবো অতিরিক্ত মহাপরিচালক আমিনুল হক ভূঁইয়া বলেছেন, বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম প্রশ্রয় দেয়া হবে না। বাঁধের গুণগত মান বজায় রাখে টেকসই বাঁধ নির্মাণে বাঁধের গোঁড়া থেকে মাটি উত্তোলন থেকে বিরত থাকতে হবে সংশ্লিষ্ট পিআইসিদের।

শনিবার (২৮ জানুয়ারি) তাহিরপুর উপজেলা মাটিয়ান হাওরে বিভিন্ন বাঁধের নির্মাণ কাজ পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেনে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আমিনুল হক ভূঁইয়া । আমিনুল হক ভূঁইয়া আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্য হাওরের সকল বাঁধের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিন।

এর আগে তাহিরপুর উপজেলা হলরুমে কাবিটা নীতিমালার আলোকে সুষ্ঠুভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য তাহিরপুর উপজেলাধীন বাঁধের পিআইসি সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা করেন পাউবো কর্মকর্তারা।

তাহিরপুর উপজেলায় ১১৩ প্রকল্পের মধ্যে ৮৪ কিলোমিটার বাঁধ নির্মাণে ২০ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে, এছাড়া জেলার ১২ উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণের জন ১১০২ প্রকল্পে ২০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পাউবোর প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী সুপ্রভাত চাকমা প্রমুখ।