• ফেব্রুয়ারি ১১, ২০২৩
  • শীর্ষ খবর
  • 380
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে মুকুট-পলিন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মনোনিত হলেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও সদ্য সাবেক সভাপতি মতিউর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জাতীয় পরিষদ সদস্য হিসেবে ঘোষানা করেন কাদের।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, জেলা সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও শামীমা আক্তার খানম এমপি।

উল্লেখ সর্বশেষ ২০১৬ সালেন ২৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। তার পর দীর্ঘ ৭ বছর পর আজ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।