• ফেব্রুয়ারি ২২, ২০২৩
  • শীর্ষ খবর
  • 177
 দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

নিউজ ডেস্ক: সিলেটে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার রাত দেড়টার দিকে সিলেট নগরীর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূতে জানা যায়, সিলেট নগরীর বেতের বাজার এলাকার মো. হাবিবুর রহমান হাবিব (২৩) মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নগরীর তালতলা এলাকা দিয়ে বাইসাইকেল চালিয়ে বাসার দিকে ফিরছিলেন। তখন হঠাৎ মোটরসাইকেলে আসা দুই যুবক পেছন থেকে তাঁর মুঠোফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। তখন হাবিব মোটরসাইকেলের পেছনে বসা ছিনতাইকারীর শার্টের কলার ধরে ফেলেন। ওই অবস্থায় ছিনতাইকারীরা তাকে টেনেহিঁচড়ে পার্কভিউ হাসপাতালের সামনে নিয়ে যায়। সেখানে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। হাবিবের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে। এ সময় নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়।

দুই ছিনতাইকারী হলেন সিলেটের মোগলাবাজার থানার কুচাইয়ের আব্দুল মুনিমের ছেলে ইয়ামিন আহমদ (২৮) ও ঠাকুরগাঁও জেলার আব্দুল মুমিনের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে রাত্রিকালীন সিয়েরা-১ ডিউটিতে নিয়োজিত এসআই যতন চন্দ্র পাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীদের আটক করেন। উক্ত ঘটনায় মো. হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫০, তারিখ-২১/০২/২০২৩খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০১৯;রুজু করা হয়। উক্ত মামলায় ধৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।