- ফেব্রুয়ারি ২৮, ২০২৩
- বিজ্ঞপ্তি
- 261
নিউজ ডেস্কঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার মহানগর বিএনপির কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
প্রধান নির্বাচন কমিশনার এটিএম ফয়েজ উদ্দিন এর কাছে সভাপতি পদে মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী ও যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামিম, সাংগঠনিক সম্পাদক পদে ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সায়ীদ সাহেদ, বিএনপি নেতা মোস্তফা কামাল ফরহাদ, মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব মনোনয়নপত্র জমা দেন।
সভাপতি পদে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, যুগ্ম আহবায়ক এড.হাবিবুর রহমান হাবিব ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশীদ চৌধুরী মনোনয়ন পত্র জমা দেননি।
যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বুধবার বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করে রাখা হয়েছে।
এবারের নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডের ৭১জন করে কমিটির প্রত্যেককে ভোটার রাখা হয়েছে। কাউন্সিল ১০ই মার্চ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম ফয়েজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা বারের দুইবারের সাবেক সভাপতি এড.এটিএম ফয়েজ উদ্দিন, নির্বাচন কমিশনার, সিলেট জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম আশরাফ, নির্বাচন কমিশনার এড.বদরুল আহমদ চৌধুরী, এড.আতিকুর রহমান সাবু।