- মে ২২, ২০২০
- আন্তর্জাতিক
- 722
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি জানিয়েছে দেশটির উচ্চতর বিচার বিভাগীয় কাউন্সিল। তাই শনিবার (২৩ মে) নয়, আরবের মুসলমানরা ৩০ রোজা পরে রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
শুক্রবার (২২ মে) রাত ১০টার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আরব নিউজ জানিয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ২৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে দেশে।
খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ শনিবার রমজানের শেষ দিন হবে।