- মে ২৫, ২০২৩
- শীর্ষ খবর
- 406
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের এই প্রার্থী পেয়েছেন ২২,১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম পেয়েছেন ১১,২০৩ ভোট আর বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত আবদুল কাইয়ূম কামালী সিতু পেয়েছেন ৬,১৪৮ এবং ৪৭৭৫ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হারুন রাশীদ।
এর আগে উপজেলার ৮৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩১ জন এবং নারী ভোটার ৯৯ হাজার ৯১৭ জন। নির্বাচনে স্থায়ী বুথ রাখা হয়েছিল ৫২৯টি ও অস্থায়ী ৭০টি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ২ নভেম্বর সর্বশেষ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আকমল হোসেন নির্বাচিত হয়েছিলেন। ২৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন মৃত্যুবরণ করেন। তাঁর শূন্য পদে আজ ২৫ মে চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।