- জুন ১১, ২০২৩
- রাজনীতি
- 155
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রশ্নে কোনো আপস নয়। সংলাপের ফাঁদে পা দেবে না বিএনপি। এবার লড়াই-সংগ্রামের মাধ্যমে রাজপথে ফয়সালা হবে।
রোববার বিকেলে গাজীপুর মহানগরীর টেকনগরপাড়া এলাকায় মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তারা সকালে বলে একরকম, বিকেলে বলে আরেকরকম কথা।
‘তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবার কোনো আপোষ নেই। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে নির্বাচনের আগে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হবে।’
এর আগে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক এম মঞ্জুরুল করিম রনির সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন শওকত হোসেন সরকার।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, হুমায়ূন কবির ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ।
সম্মেলনে মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শওকত হোসেন সরকারকে সভাপতি ও মঞ্জুরুল করিম রনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।