- জুন ১৩, ২০২৩
- শীর্ষ খবর
- 266
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে একটি অজগর সাপ পিটিয়ে মেরে রাস্তায় উল্লাস করেছে স্থানীয়রা। পরে উল্লাসরত অবস্থায় মৃত সাপটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়ান হাওর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মাটিয়ান হাওরের সিংরার দাঁইড় নামক বিলে জেলেদের মাছ ধরার ছাঁই জালে অজগরটি আটকা পড়ে। একপর্যায়ে সাপটিকে মেরে রাস্তায় উল্লাস করতে থাকে জনতা।
স্থানীয়দের ধারণা-ভারতের মেঘালয় পাহাড় থেকে হাওরের সমতল ভূমিতে চলে আসে অজগরটি। একপর্যায়ে মাটিয়ান হাওরের একটি বিলে জেলেদের মাছ ধরার ছাঁইয়ে সাপটি আটকা পড়ে। তারা আরো জানান, প্রায়ই ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকার বিভিন্ন প্রজাতির সাপ হাওরের বিলে দেখা মেলে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, অজগর একটি নির্বিষ সাপ। তাছাড়া বন্যপ্রাণী হত্যা আইনত অপরাধ। বন্যপ্রাণী রক্ষায় এ অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়া হবে।