• জুন ২১, ২০২৩
  • লিড নিউস
  • 147
সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

নিউজ ডেস্কঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বেসরকা‌রিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাত‌ সাড়ে ৯টায় সিলেট জালালাবাদ গ‌্যাস অডিট‌রিয়ামে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও প‌রিবেশন কেন্দ্রে রিটা‌র্নিং কর্মকর্তা ফয়সল কাদের ভোটের ফলাফল ঘোষণা করেন।

যুক্তরাজ্যপ্রবাসী আনোয়ারুজ্জামান এবারই প্রথম সিলেটের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি যুক্তরাজ‌্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দা‌য়িত্বে রয়েছেন।

ঘো‌ষিত ফলাফলে আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পা‌র্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। ৬৯ হাজার ১২৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আনোয়ারুজ্জামান।

নির্বাচনে মেয়র পদে অন‌্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বাসগা‌ড়ি প্রতীকের মো. শাহজাহান মিয়া পেয়েছেন ২৯ হাজার ৬৮৮ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান পেয়েছেন ১২ হাজার ৭৯৪ ভোট, জাকের পা‌র্টির প্রার্থী মো. জ‌হিরুল হক পেয়েছেন ৩ হাজার ৪০৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ছালাহ উদ্দিন রিমন পেয়েছেন ২ হাজার ৬৪৮ ভোট, আবদুল হা‌নিফ পেয়েছেন ৪ হাজার ২৯৬ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেট সি‌টি করপোরেশনের ৪২‌টি ওয়ার্ডের ১৯০‌টি কেন্দ্রের ১ হাজার ৩৬৭‌টি বুথে ভোট গ্রহণ হয়।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও তাদের সঙ্গী দলগুলো সিটি নির্বাচন বর্জন করছে। বরিশাল সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন সিলেটের নির্বাচন থেকে সরে দাঁড়ায়