• জুলাই ৮, ২০২৩
  • শীর্ষ খবর
  • 205
হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীতে দিনদিন বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। এবার হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (০৭ জুলাই) রাত ১১টায় ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার এ তথ্য জানান।

আক্রান্তদের মধ্যে শুক্রবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনজন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ডা. আমিনুল হক সরকার বলেন, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ কর্ণার স্থাপন করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বরের সংক্রমণ বেড়েছে। এডিস মশার কারণেই এটি ছড়ায়। তাই ডেঙ্গু জ্বরের সংক্রমণ রোধে সচেতন হতে হবে। এ জন্য সরকারি নির্দেশনার বিষয় খেয়াল রাখা জরুরি।