- জুন ৩, ২০২০
- শীর্ষ খবর
- 545
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার (৩ জুন) তার দ্বিতীয় দফা নুমার পরীক্ষার রিপোর্ট আসে।
স্বাস্থ্য অধিপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কেউ করোনা আক্রান্ত হলে তিনবার তার নমুনা পরীক্ষা করা হয়। শেষের দুটি নেগেটিভ আসলে রোগীকে সুস্থ ঘোষণা করা হয়। সে হিসেবে নাদেলের আরেকদফা পরীক্ষা করা হবে।
তবে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই সুস্থ রয়েছেন শফিউল আলম নাদেল। তার শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। ফলে বাসায়ই আইসোলেশনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর এই পরিচালক।
এ প্রসঙ্গে শফিউল আলম নাদেল বলেন, চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ খেয়েছেন। এখন পুরো সুস্থ আছেন তিনি।
যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন তাদের মনোবল না হারিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ২১ মে শফিউল আলম চৌধুরী নাদেলের করোনা শনাক্ত হয়।