• জুলাই ১৯, ২০২৩
  • জাতীয়
  • 238
সম্পর্ক মজবুত করতেই বাইডেন একের পর এক দল পাঠাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক দল পাঠাচ্ছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ দাবি করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আরও মজবুত সম্পর্ক চান প্রেসিডেন্ট বাইডেন। সে জন্যই তিনি একের পর এক দল পাঠাচ্ছেন।

আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ঢাকায় আসছেন।

তার সফর সম্পর্কে জানতে চাইলে ড. মোমেন বলেন, তারা আসুক সমস্যা নেই। আমাদের গোপন করার কিছু নেই। আপনারা (সাংবাদিকরা) সেখানে শুধু সন্দেহ খোঁজেন। প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ ও আমেরিকার আরও মজবুত সম্পর্ক চান। সে জন্যই তিনি একের পর এক দল পাঠাচ্ছেন। তারা আলোচনা করছেন কীভাবে বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক মজবুত করা যায়।

জাকার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতে আলোচনার প্রসঙ্গে মোমেন বলেন, আমার সঙ্গে ব্লিঙ্কেনের আলোচনা হয়েছে। কীভাবে সম্পর্ক আরও মজবুত করা যায় সে বিষয়ে। অন্য কোনো আলাপ করেননি।

উল্লেখ্য, কয়েক দিন আগে জাকার্তায় ৩০তম আসিয়ান রিজিওনাল ফোরামে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।