- জুন ৫, ২০২০
- শীর্ষ খবর
- 603
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ২২ জন করেনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছেন।
শুক্রবার(৫ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ২২জন নিয়ে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ১৩৪৪ জন।
সুনামগঞ্জ ছাড়া বিভাগের অন্য তিন জেলার মধ্যে সিলেটে ৭৩৭ জন, হবিগঞ্জে ১৯৪ জন ও মৌলভীবাজারে ১৪৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, শনিবার (৬ জুন) শাবির ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়। ল্যাবের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার নমুনা পরীক্ষা বন্ধ থাকবে।