• জুন ৫, ২০২০
  • লিড নিউস
  • 616
সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ স্ত্রীর পর এবার সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়।

এ ব্যাপারে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ও বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু জানান- আজ সকালে আমার বাবার নমুনা সংগ্রহ করা হয়। রাতে টেস্ট রিপোর্টে তাঁর করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে বাসায় রয়েছেন। এসময় শিপলু তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এর আগে উনার স্ত্রী আসমা কামরানও করোনায় আক্রান্ত হয়েছিলেন।