• আগস্ট ২৮, ২০২৩
  • শীর্ষ খবর
  • 266
সুনামগঞ্জে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার(২৮ আগস্ট) বিকেলে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে ১০০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়।যার পরিমাণ প্রায় ৪০০০ কেজি। এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এরপর জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল বাজারের পাশের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, এসিল্যান্ড সকিনা আক্তার, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুকনুজ্জামান রুকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।