- সেপ্টেম্বর ৪, ২০২৩
- বিজ্ঞপ্তি
- 262
নিউজ ডেস্কঃ সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য সাহেদ আহমদ চমন ও জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য ফাহিম আহমেদকে অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে চমন ও ফাহিমসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবীতে বিএনপি ঘোষিত এক দফা দাবী আদায়ের চলমান আন্দোলন দেখে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা ভীত সন্ত্রস্থ হয়ে বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের হিংস্র উৎসবে মেতে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের দমন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এরই ধারাবাহিকতায় রাজপথের সাহসী তরুণ যুবনেতা গুরুতর অসুস্থ সাহেদ আহমদ চমনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্বেচ্চাসেবক দল নেতা ফাহিম আহমদকেও অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। অবিলম্বে যুবদল নেতা চমন ও স্বেচ্ছাসেবক দল নেতা ফাহিমসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।