• সেপ্টেম্বর ১৩, ২০২৩
  • লিড নিউস
  • 231
সিলেটে বাড়ছে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে দিনদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন ডেঙ্গু রোগী। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৭ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছে। তবে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি বলে জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। সে মাসে সিলেটে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এরপরের চার মাসে মাত্র দুইজন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়। এদিকে জুন মাসে ৫৯ জন আক্রান্ত হলেও জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হন ৩৮২ জন, আর আগস্ট মাসে ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। সর্বশেষ সেপ্টেম্বর মাসের ১২ দিনে আক্রান্ত হয়েছেন ১১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় সূত্রে আরও জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে নর্থ ইস্ট মেডিকেলে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া একই সময়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৮ জন রোগী।

ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৬৭ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১০ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ১৫ জন। অন্যদিকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।