- সেপ্টেম্বর ১৫, ২০২৩
- শীর্ষ খবর
- 417

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় তাসলিমা আক্তার (২২) নামে এক নারীর নিজ হাতে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।
স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন ওই নারী, এমন ধারণা পুলিশের।
নিহত তাসলিমা শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কোরবান আলীর স্ত্রী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই নারীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল।
ওসি নাজমুল হক কামাল জানান, স্থানীয়রা বলছেন তাসলিমা নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে মারা গেছেন। তবে পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানান, পরিবারের ঋণ নিয়ে গত মঙ্গলবার তাসলিমার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এর জেরে তিনি নিজেই তার পেটে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তাসলিমাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।