- সেপ্টেম্বর ১৭, ২০২৩
- জাতীয়
- 271
নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার বেলা ১২ টা ৪৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পূর্বে টাঙ্গাইলে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণাগারের কর্মকর্তা রোবায়েত কবীর।
তিনি আজ বলেন, টাঙ্গাইলের ঠিক কোন এলাকায় এটির উৎপত্তিস্থল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এর মাত্রা ৪ দশমিক ২।
এ নিয়ে এ মাসে দুইবার দেশে ভূমিকম্প অনুভূত হলো বলে জানিয়েছেন তিনি। আবহাওয়াবিদ রোবায়েত কবীর বলেন, এর আগে গত মঙ্গলবার দেশের সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।