- সেপ্টেম্বর ২০, ২০২৩
- শীর্ষ খবর
- 209
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে পূজা মন্ডপে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় পূজা মন্ডপ ও চেয়ার ভাংচুর করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সুধন দাস জানান, রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা পূজা চলাকালে পাশের গ্রামের কয়েকজন যুবক এসে আমাদের কয়েকজন পূজারীর সাথে হঠাৎ করেই বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় তারা উত্তেজিত হয়ে পূজা মন্ডপে হামলা চালিয়ে মুর্তি ভাংচুর করে এবং পুরো প্যান্ডেল তচনচ করে চলে যায়।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা মর্মাহত। আর এ ঘটনার সুষ্ট বিচার চাই।
এ বিষয়ে মাধবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায় জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনাটি আমাদের হৃদয়ে আঘাত করেছে। আমি চাই দ্রুত যেন হামলাকারীদের আইনের আওতায় আনা হয়।
মাধবপুর থানার (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।