- অক্টোবর ২, ২০২৩
- লিড নিউস
- 257
নিউজ ডেস্কঃ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
রোববার ( ১ অক্টোবর) অভিযান চালিয়ে এসব মাদক জব্দের পাশাপাশি মাদক কারবারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ সদরের পুকুরিয়া এলাকার মো. আবু শেখের ছেলে মো. সুলতান শেখ (৩০) ও মৌলভীবাজার সদরের জগন্নাথপুর এলাকার মৃত নূর মিয়ার ছেলে মো. আল আমীন মিয়া (৪৬)।
র্যাবের গণমাধ্যম শাখা জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ সদর থানার নীলপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুলতান শেখকে গ্রেফতার করা হয়।
পরে তার হেফাজত থেকে মোট ৪০২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
অপর এক অভিযান চালিয়ে ব্রাম্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে ৬৮ কেজি গাঁজাসহ মো. আল-আমীনকে গ্রেফতার করা হয়।
তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।