- ডিসেম্বর ২, ২০২৩
- জাতীয়
- 240
নিউজ ডেস্কঃ নাশকতার মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি আসাদুজ্জামান খান হিরা (৪২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার কারাগারে অসুস্থ হয়ে মারা যান তিনি।
বিএনপি নেতা আসাদুজ্জামান খান হিরা গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
দলীয় সূত্র জানায়, গত ২৮ অক্টোবর বিএনপির ঢাকার সমাবেশ থেকে ফেরার পথে শ্রীপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
ওই কারাগারের ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ জানান, কাশিমপুর কারাগার-২ এ বন্দি মো. আসাদুজ্জামান খান শুক্রবার সকাল ১১টার দিকে কারা অভ্যন্তরে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বেলা ১১ টা ২০ মিনিটে তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বেলা সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সূত্র: মানবজমিন