- ডিসেম্বর ১৩, ২০২৩
- মৌলভীবাজার
- 274
মৌলভীবাজার প্রতিনিধিঃ ন্যায্য দামে পেঁয়াজ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ তদারকিতে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর বাজারসহ বিভিন্ন জায়গায় পেঁয়াজের পাইকারি বাজারে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
উক্ত তদারকি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে গোবিন্দপুরবাজারে অবস্থিত ফাহিম স্টোরকে পাঁচ হাজার টাকা, আশরাফ অ্যান্ড সাইফুল স্টোরকে পাঁচ হাজার টাকা, আব্দুল করিম স্টোরকে দুই হাজার টাকা সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।