• জানুয়ারি ৯, ২০২৪
  • শীর্ষ খবর
  • 98
নগরীর মদিনা মার্কেটে সাংবাদিককে হে ন স্তা, ব্যবসায়ী নেতা আ ট ক

নিউজ ডেস্ক: পেশাগত কাজে বাধা দিয়ে দেশ টিভির সিলেট কার্যালয়ের ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামলকে হেনস্তার অভিযোগ উঠেছে সিলেট নগরীর মদীনা মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে।

মঙ্গলবার ( ৯ জানুয়ারি) বেলা ১১টায় মার্কেটের ফুটপাত অবৈধভাবে দখল করে বসা মাছের বাজারের সংবাদ সংগ্রহকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকরা যখন সংবাদ সংগ্রহ করছিলেন তখন কোন কারণ ছাড়াই ফুটেজ সংগ্রহ করতে নিষেধ আছে বলে উল্লেখ করে সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান করেন মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদ। সাধারণ কথাবার্তার এক পর্যায়ে শুরু হয় বাগ-বিতন্ডা। এক পর্যায়ে বাবলু আহমদ তার দলবল নিয়ে চড়াও হোন দুজন সাংবাদিকের ওপর এবং ওই নেতার অফিসে তুলে নেওয়ার চেষ্টা করেন।

এ ছাড়া হুমকি ধামকি সহ নানা ভাবে হেনস্তা করেন বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন সিলেটের কর্মরত সাংবাদিকরা। এ ঘটনায় মদিনা মার্কেট এলাকার পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে আটক করে গাড়িতে করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে দেশ টিভির ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামল বলেন, ‘মাছের বাজারের ভিডিও ফুটেজ সংগ্রহ করার পর আমি ব্যাংকে গিয়েছিলাম গ্যাসের ফি এর কার্ডে রিচার্জ করার জন্য। ব্যাংক থেকে বের হতে না হতেই বাবলু আহমদ তার দলবল নিয়ে আমার ওপর চড়াও হয়। আমাকে হুমকি দিতে থাকে যে কেন আমি মাছ বাজারের ভিডিও করেছি।’ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।