• জানুয়ারি ২৪, ২০২৪
  • শীর্ষ খবর
  • 235
দক্ষিণ সুরমায় গাঁজাসহ নারী আটক

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমায় গাঁজা বিক্রির অভিযোগে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নছিবা খাতুন বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক হোসনা বেগম (৬০) ভার্থখলার কুমিল্লা পট্টির মৃত বাবর আলীর স্ত্রী।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গোপন সংবাদ ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নছিবা খাতুন বিদ্যালয়ের পাশ থেকে হোসনা বেগমকে ৪ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়।