- এপ্রিল ৩, ২০২৪
- শীর্ষ খবর
- 73
নিউজ ডেস্কঃ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ ট্রাক মালামাল জব্দ ও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিলেট সিটি করপোরেশন।
বুধবার (৩ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান ও প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে পৃথক অভিযানে উচ্ছেদ ও জরিমানা করা হয়।
অভিযানে বিভিন্ন দোকানে পচা খাবার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় বিভিন্ন দোকান মালিককে জরিমানা করা হয়।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসা করায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ এবং তাদের মালামাল জব্দ করা হয়। অভিযানে কয়েকটি দোকানে পচা খাবার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদেরও জরিমানা করেন সিসিক কর্তৃপক্ষ।
এসময় সিলেট মহানগর পুলিশের একটি দল ও সিসিকের বিভিন্ন কর্মকর্তা অভিযানে উপস্থিত ছিলেন।