- জুন ১৯, ২০২০
- লিড নিউস
- 469
নিউজ ডেস্কঃ সিলেটে নতুন করে আরও ৯৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে পরীক্ষায় ৬১ জন ও শাবির পিসিআর ল্যাবে ৩৩ জনের করোনা পজেটিভ আসে।
সূত্র জানায়, ওসামানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। সমানসংখ্যক নমুনা পরীক্ষা করা হয় শাবির ল্যাবে।
ওসমানীর ল্যাবে নতুন শনাক্তকৃত ৬১ জনের মধ্যে সিলেট সদর উপজেলারই ৪৮ জন রয়েছেন। এছাড়া সিলেটের দক্ষিণ সুরমার ২ জন, ফেঞ্চুগঞ্জের ১ জন, কানাইঘাটের ১ জন, গোলাপগঞ্জের ১ জন ও কোম্পানিগঞ্জের ১ জন রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জের ছাতকের ৫ জন, হবিগঞ্জের বানিয়াচংয়ের ১ জন, মাধবপুরের ১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
এদিকে, শাবির ল্যাবে যে ৩৩ জন শনাক্ত হয়েছেন, তারা সবাই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৭ জনে।
তন্মধ্যে সিলেট জেলার ১৬৯৪ জন, সুনামগঞ্জে ৭৯৫ জন, মৌলভীবাজারে ২২৯ জন ও হবিগঞ্জের ২৬৫ জন রয়েছেন।