- মে ১৭, ২০২৪
- লিড নিউস
- 73
নিউজ ডেস্কঃ সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল শুক্রবার পর এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনমনে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে দেখা যায়।
গত ৩ দিন ধরে সিলেটে অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে ৷ তীব্র গরমে সিলেটের জিন্দাবাজারে ‘হিটস্ট্রোকে’ এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত আবহাওয়া ছিল গুমোট।
এছাড়া কয়েকদিন তীব্র গরমে সারা দেশে ১ থেকে ৭ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৷ এর মধ্যে সিলেটে বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও তা আবার বাড়তে শুরু করেছে।