• জুন ২২, ২০২০
  • লিড নিউস
  • 440
সিলেটে নতুন আরও ৪১ জনের করোনা সনাক্ত

নিউজ ডেস্কঃ সিলেট জেলায় নতুন করে আরও ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। এদের মধ্যে দুজন চিকিৎসকও রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ সোমবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪১ জন আক্রান্ত তথা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জের ৭ জন, ফেঞ্চুগঞ্জের ৩ জন, বিয়ানীবাজারের ৬ জন, কানাইঘাটের ২ জন, গোলাপগঞ্জের ২ জন রয়েছেন। অন্যজন সুনামগঞ্জের দিরাইয়ের বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭৮ জনে। সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ১৮৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ৮২৭ জন, মৌলভীবাজারের ২৮৪ জন ও হবিগঞ্জের ৪১৩ জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন।