• আগস্ট ২৭, ২০২৪
  • শিক্ষাঙ্গন
  • 43
শাবিতে ‘ফ্যাসিস্টদের সহযোগীরাই শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে’

শাবি প্রতিনিধিঃ ফ্যাসিস্টদের সহযোগীরাই শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক টিম। ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ক্যাম্পাসে উদ্ভূত সমস্যা নিরসনে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে প্রশাসক নিয়োগ হোক। আমাদের যেসব ভাইয়েরা হল ছাড়তে বাধ্য হয়েছেন, প্রশাসনের মাধ্যমে তারা দ্রুততম সময়ের মধ্যে হলে উঠবেন আশা রাখছি।

সমন্বয়কদের অবাঞ্ছিত করে বিবৃতি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গালিব বলেন, ‘আমাদের দায় আছে কি না বলতে পারবো না। তবে মানুষ হিসেবে আমাদের কিছু ভুল থাকতে পারে। যারা ফ্যাসিস্টের সহযোগী ছিলেন, আজ যারা ব্যাকফুটে পড়ে গেছেন; তারাই বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকেই আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করে বিবৃতি দেওয়াচ্ছেন। আমরা মনে করি তারাই এ ধরনের বিবৃতিসহ নানা প্রোপাগান্ডা চালাচ্ছেন। এতে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে।’

‘ক্যাম্পাসে হেলমেট পরে মোটরসাইকেলে করে মহড়া দেওয়া হয়েছে’—এরা কারা এমন প্রশ্নের উত্তরে সমন্বয়ক আবু ছালেহ মো. নাসিম বলেন, ‘ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন কারা দিয়েছে আমরা খোঁজার চেষ্টা করছি। যখনই আমরা জানতে পারবো তারা কারা, তখনই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো।’

তিনি বলেন, ‘আমরা চাই এই মুহূর্তে ক্যাম্পাসে দ্রুত প্রশাসক নিয়োগ দেওয়া হোক। প্রশাসক নিয়োগের পর হলগুলোতে শিক্ষার্থীরা ফিরে আসবেন। এতে কোনো দল, মত, গোষ্ঠী ও এলাকার প্রভাব থাকবে না। এই হল ও এই ক্যাম্পাস শিক্ষার্থীদের ছিল, শিক্ষার্থীদের থাকবে।’ এসময় উপস্থিত ছিলেন সমন্বয়ক দেলওয়ার হাসান শিশির, হাফিজুল ইসলাম, জহিরুল ইসলাম, আজাদ শিকদার ও সহ-সমন্বয়ক আফফান।