• সেপ্টেম্বর ২০, ২০২৪
  • শীর্ষ খবর
  • 33
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিগঞ্জে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে উপজেলার শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, মান্নান স্যার প্রথম থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিলেন। আজ তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যা কোন ভাবেই কাম্য নয়। আমরা চাই এই মিথ্যা মামলা থেকে অতিদ্রুত এম এ মান্নান স্যারকে মুক্তি দিতে হবে৷ যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো৷

অবরোধ কর্মসূচির পর শিক্ষার্থীরা নিজেরা দায়িত্ব নিয়ে সড়কে লেগে থাকা যানজট নিরসনে কাজ করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার করে জেলা পুলিশ৷

উল্লেখ্য, ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার সময় গুলিবিদ্ধ হন জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। এ ঘটনায় তার ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।