• সেপ্টেম্বর ২২, ২০২৪
  • শীর্ষ খবর
  • 30
ভিসা ছাড়া ভারতে গিয়ে দেশে ফেরার পথে ৬ বাংলাদেশি আটক

হবিগঞ্জ প্রতিনিধিঃ ভিসা ও পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারতে গিয়ে দেশে ফেরার পথে বিজিবির হাতে আটক হয়েছেন ছয় বাংলাদেশি।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর থানায় মামলা দায়েরের পর এ ছয়জনকে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা দুলাল মিয়া, রাসেল মিয়া, শাহাদত হোসেন, আব্দুল বারী, আব্দুল আলীম ও তুষার আলী।

মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা স্থানীয় সন্তোষপুর সীমান্ত থেকে সোমবার ভোরে তাদের আটক করেন।

বিজিবির এ সীমান্ত ফাঁড়ির নায়েক রিয়াদ হোসাইন জানান, ছয় নির্মাণ শ্রমিক গত জুনে কাজের জন্য ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে সরকার বদলের পর দেশটিতে অবৈধ বাংলাদেশিদের ব্যাপারে কড়াকড়ি শুরু হয়। তাই তারা অবৈধভাবে দেশে ফিরছিলেন। তবে সীমান্তেই আটক হন তারা।

তিনি আরও জানান, সন্তোষপুর সীমান্ত দিয়ে দেশে ঢোকার পর সঙ্গে থাকা কাপড়চোপড় ও বাংলাদেশি তিন হাজার ২২০ টাকাসহ তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) শিবানী রাণী দাশ জানান, আটক ছয়জনের নামে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে ছয়জনকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।