- অক্টোবর ২৫, ২০২৪
- লিড নিউস
- 19
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় যুবলীগ নেতা সাইকুল ইসলামকে পুলিশ আটকের পর পরিবার ও স্বজনদের বাধায় হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তের চান্দের বাজারে এ ঘটনা ঘটে।
সাইকুল ইসলাম উপজেলার সীমান্তগ্রাম শিলডুয়ার গ্রামের বাসিন্দা ও সদ্য অব্যাহতি প্রাপ্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ্জত আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের চান্দের বাজার থেকে উপজেলা যুবলীগ নেতা সাইকুলকে পুলিশ আটক করে হাতে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যেতে রওনা হয়। এসময় পরিবারের লোকজন ও স্বজনরাসহ শতাধিক লোক বাধা দেয়। এতে সেখানে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি হয়। এর ফাঁকেই হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায় সাইকুল।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার এসআই নবী হোসেন। তিনি জানান, আটকের পর সাইফুলের স্বজনরাসহ শতাধিক লোক আমাদের বাধা দেয়। তাদের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে সাইফুল হ্যান্ডকাপ পরিহিত অবস্থাতেই আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়।’
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলম জানিয়েছেন, ‘এই বিষয়ে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’