- নভেম্বর ৪, ২০২৪
- শীর্ষ খবর
- 23
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে দুই সহোদরের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াহিদ মিয়া হত্যা মামলায় ২৮ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল ইসলাম আসামিদের জামিন আবেদন নাকচ করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
একইদিন সকালে ওয়াহিদ হত্যা মামলার আরও আট আসামিকে আটক করে র্যাব। পরে বাহুবল মডেল থানা পুলিশের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- ইছাক আলী, নোয়াব উল্লা, দুলা মিয়া, হারিছ মিয়া, হোন্দাই মিয়া, সেজলু মিয়া, ফরখান মিয়া, সোহেল মিয়া, কুটি মিয়া, আলতাই মিয়া, আমীর আলী, খলিল মিয়া, হানিফ উল্যা, কুদরত আলী, মোশাহিদ মিয়া, হাফিজুর রহমান, আয়াত আলী, ছায়েদ আলী, আফছর উদ্দিন ও আমির মিয়া হোসেনসহ ২৮ জন।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাহুবল মডেল থানার উপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ভাবনাকান্দির বাসিন্দা আপন দুই ভাই আরজু মিয়া ও আব্দুল হাইয়ের মধ্যে গত ২৪ সেপ্টেম্বর ভোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। পরে তাদের পরিবারের লোকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। আব্দুল হাইয়ের পক্ষ নিয়ে ওয়াহিদ ও তার লোকজন সংঘর্ষে যোগ দেয়।
এ সময় ওয়াহিদ টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষে প্রায় ৩০ জন লোক আহত হয়। তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ওয়াহিদকে মৃত ঘোষণা করেন।
নিহত ওয়াহিদ মিয়া বাহুবল উপজেলার ভাবনাকান্দি গ্রামের ইছাক উল্যার ছেলে।
এ ঘটনায় নিহতের বড় ভাই ৩০ সেপ্টেম্বর বাহুবল মডেল থানায় ৬০ জনের বেশি লোকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআই মঞ্জুরুল ইসলাম জানান, হত্যা মামলার ৬০ আসামির মধ্যে সোমবারে ২৮ জনসহ মোট ৩২ জন আসামি কারাগারে রয়েছে।