- এপ্রিল ১১, ২০২০
- শীর্ষ খবর
- 1177
হবিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের হবিগঞ্জে জেলায় নারায়নগঞ্জ থেকে আগত এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত প্রথম শনাক্ত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জ আসেন। তিনি বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছেন।
জানা যায়, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফিরেছিলেন। দুইদিন ধরে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন।