- ডিসেম্বর ২৪, ২০২৪
- মৌলভীবাজার
- 2
মৌলভীবাজার প্রতিনিধিঃ চা এর রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মো. আনিসুর রহমান বলেন, আজ সকাল ৬টা শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় তাপমাত্রা পাওয়া যায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। এখন থেকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে থাকবে বলে জানান তিনি।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত ২৩ নভেম্বর এবং ২৪ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুই দিনই একই তাপমাত্রা ধরা পড়ে। ২৩ নভেম্বরই চলতি শীত মৌসুমের তাপমাত্রার সর্বনিম্ন তালিকায় প্রথম উঠে এলো শ্রীমঙ্গলের নাম।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জাতীয় পূর্বাভাষ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, সারাদেশের আবহাওয়া অফিসগুলো থেকে পাঠানো নিম্ন তাপমাত্রাগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। তা হলো ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, এখন থেকে দেশের তাপমাত্রা কিছুটা কমতে থাকবে। তবে অতোটা কমবে না। ডিসেম্বরের এই কয়দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির মধ্যেই থাকবে।
এদিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। জেলা এবং উপজেলার সরকারি হাসপাতালগুলোতে ধীরে ধীরে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর চাপ।