• জানুয়ারি ১, ২০২৫
  • শীর্ষ খবর
  • 20
সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্কঃ সিলেট সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (১ জানুয়ারি) সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির জওয়ানরা ১২৬০/৪-এস সীমান্ত পিলারের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দমদমা এলাকা থেকে তাদের আটক করে।

আটক ভারতীয় নাগরিক ব্রোমিং স্টার (৩২) শিলং ইস্ট খাসিয়া হিল পানিয়াসাল এলাকার মৃত কয়াইত’র ছেলে।

বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ১২৩৬ সীমান্ত পিলারের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা এলাকা থেকে আটক হন লোকাস (৫৫) নামের আরেক ভারতীয় নাগরিক। তিনি শিলং খাসিয়া হিল সাইগ্রাম চেলা’র বার্মন টিলা এলাকার মৃত গোমারু’র ছেলে।

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ২ ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।