- জানুয়ারি ১, ২০২৫
- শীর্ষ খবর
- 21
![গোয়াইনঘাটে মাটি ভরাটের জের প্রাণ গেল গৃহিণীর](https://sylhettimesbd.com/wp-content/uploads/2025/01/5.jpg)
নিউজ ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের পুরানমহল গ্রামে মাটি ভরাটের জের ধরে সায়না বেগম (৩৬) নামে এক গৃহিণী খুনের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত সায়না বেগম পুরানমহল গ্রামের ইমদাদ উল্লার স্ত্রী। খুনের বিষয়টি নিশ্চিত করেন নিহত খুন হওয়ায় মহিলার ছোট ভাই একই উপজেলার শনিরগ্রামের আব্বাস (২৮)।
নিহত মহিলার ভাই আব্বাস জানান, আমার বোনের ঘরের পিছনে তাহার ভাসুরের ছেলেরা জোরপূর্বক মাটি ভরাট করলে এতে সে বাধা দেয় এবং এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আমার বোনটিকে শ্বাসরুদ্ধ করে খুন করে ফেলেন। ঘটনার সময় আমার বোনজামাই কৃষিকাজে ছিলেন।
আব্বাস তার বোন সায়না বেগম হত্যাকারীদের নাম উল্লেখ করেন।
হত্যাকারীরা হলেন: সুহেল আহমদ (৩৫), রশিদ আহমদ (৩২), মাহবুব আহমদ (৩০), সালেহ আহমদ (২৮) একই পিতা আয়াত উল্লাহ, পুরানমহল নয়াবাড়ি, ফয়জুল করিম (৪২) পিতা: আব্দুস সামাদ, সাং: পুরানমহল, আফিয়া বেগম (৩০), স্বামী: সুহেল আহমদ, সাফিয়া বেগম (২৭), স্বামী: রশিদ আহমদ সর্ব সাং: পুরানমহল, ডাক: ডৌবাড়ী, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট।
এ ব্যাপারে ডৌবাড়ী ইউপি সদস্য নাজিম উদ্দীন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পাই নিহত মহিলার স্বামীকে তার আরেক বড় ভাই সিফত উল্লাহ তাকে বুকেপিঠে ধরে আটকানোর চেষ্টা করছেন। এ সময় নিহত মহিলার স্বামী ইমদাদ বলছেন আমার বউ মনে হয় মারিলাইছইন (খুন)।
নাজিম জানান, কি কারণে এই ঘটনা কিংবা কারা খুন করেছেন, তিনি জানেন না।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল জানান, ঘরের ভিটায় মাটি ভরাট নিয়ে পূর্বের একটা গ্যাঞ্জাম ছিল ভাসুর ও তার ছেলেদের মধ্যে।
তিনি বলেন, এই মৃত্যুটি আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। আমরা আঘাতের কোন চিহ্ন পাই নি। আমাদের এসআই, এএসআইসহ ২জন কনস্টেবল সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন, লাশটি তদন্তের জন্য
সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানান নিহতের স্বজনরা।